মিরাজুল ইসলামঃ কুমিল্লার আমতলী থেকে বিপুল পরিমাণ মাদকসহ মোঃ সাজ্জাদ হোসেন (২৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।সোমবার গভীর রাতে জেলার আমতলী বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ২০০ বোতল ফেন্সিডিল ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদকের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লার সদর দক্ষিণের মাটিয়ারা গ্রামের আদম আলীর ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (২৮)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।