জামাল কাড়ালঃ বরিশাল নগরী রুপাতলী এক হাজার বাস শ্রমিক ও মাহিনদ্রা শ্রমিকদের মাঝে ত্রান বিতরন করেন শ্রমিক নেতা আরিফুল ইসলাম সুমন মোল্লা। ১০ ই মে রবিবার বিকেলে বীরউত্তম মাঠে, ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিপ্লপতি ও সমাজ সেবা জনধরদী ফরচুন গ্রুপ এর চেয়ারম্যান জনাব মিজানুর রহমান।
উল্লেখিত মহামারি করোনা ভাইরাসে সরকারের ঘোষিত সর্বাত্মক লকডাউনে গনপরিবহন চলাচল বন্ধ হওয়ায় পরিবহন শ্রমিকরা বেকার হয়ে যায়,সামনে পবিত্র ঈদ উল ফিতর শ্রমিকরা চিন্তিত্ব হয়ে পরে এই দুর্সময়ে শ্রমিকদের পাশে দাড়ালেন শ্রমিক নেতা সুমন মোল্লা।