আমিনুল পলাশঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ও চরফকিরা ইউনিয়নের কারাবন্দী ১৩ নেতাকর্মীর বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।সোমবার(১০ মে) বিকালে তিনি নিজে এ খাদ্য সহায়তা ও নগদ অর্থ পৌঁছে দেন।
জানা যায়, গত ৯ মার্চ বসুরহাটে আওয়ামী লীগের প্রতিবাদ সভায় মির্জা সমর্থকরা হামলা করে। হামলায় ছত্রভঙ্গ হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা দিকবিদিক ছোটাছুটি করে চলে যাওয়ার সময় পুলিশ তাদেরকে আটক করে। বর্তমানে তারা কারাবন্দি রয়েছে।মিজানুর রহমান বাদল বলেন, মির্জার নির্দেশে তার অনুসারীদের করা মিথ্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের ১৩জন নেতাকর্মী এখনো কারাবন্দি রয়েছে। যার কারনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবং আমাদের দায়িত্ববোধ থেকে আমরা তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকবো।এসময় সাবেক ছাত্রনেতা জায়দল হক কচি ও আনোয়ার হোসেন লিটন উপস্থিত ছিলেন।