আবুবকর ছিদ্দিকঃ বান্দরবানে রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ২টি রাশিয়ান এসএমজি, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড এসএমজি গুলি, ১০০গ্রাম আফিমসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।১০ মে মঙ্গলবার দিবাগত রাত তিন টা দিকে রুমা উপজেলার উত্তরে নিনঝিরি এলাকার একটি পাহাড়ি জুম ঘর থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
এইদিকে সেনাবাহিনী সূত্রে জানা যায়, জুম ঘর এলাকায় সন্ত্রাস সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন মঙ্গলবার দিবাগত ভোর তিনটার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি করা শুরু করলে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এতে সন্ত্রাসীরা তাদের আস্তানা ছেড়ে চলে গেলে সেনাবাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইটি রাশিয়ার তৈরি এসএমজি, তিনটি ম্যাগাজিন,১০০গ্রাম আফিম, ১২ রাউন্ড এসএমজি গুলি, সামরিক পোশাক সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।
জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জোবায়র শফিক জানান, রুমায় নিনঝিরি এলাকায় একটি জুম ঘরে অবস্থান করে সেই তথ্য ভিত্তিতে আমরা সেইখানে গোপন ভাবে অভিযান চালানো হয়। পরে সন্ত্রাসীরা সেনাবাহিনী দিকে লক্ষ্যে করে গুলি ছুড়তে থাকে। এমন সময় সেনা সদস্যারা আত্নরক্ষার্থে পাল্টাপাল্টিভাবে গুলি ছুড়তে থাকেন। পরে তারা সরঞ্জাম গুলোকে ফেলে রেখে পালিয়ে যায়। অভিযান সময় জুমঘর থেকে বিভিন্ন গুলি,অস্ত্র,আফিন সহ উদ্ধার করা হয়েছে।