মহশীন আলীঃ কোভিড-১৯ এর প্রাদুর্ভাজনিত কারনে সারা বাংলাদেশের মতো রংপুর রেঞ্জাধীন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল ১০:০০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার দুঃস্থ-অসহায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে উপজেলা আনসার ও ভিডিপি অফিস মাঠ প্রাঙ্গনে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠান পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ আবুল কাশেম। প্রধান অতিথি জানান, প্রয়োজনের তুলনায় তাঁদের এ ত্রাণ সামান্য মাত্র। দুঃস্থ-অসহায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের কথা চিন্তা করে আনসার ও ভিডিপি-র সন্মানীয় মহাপরিচালক মহোদয় তাঁদের ব্যাক্তিগত তহবিল থেকে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবজনিত কারনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে তাঁদের দুঃস্থ-অসহায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে এ ত্রাণ বিতরণ করছেন।
করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের যে মহা তান্ডব সারা বিশ্বে চলছে তাতে অনেকে হয়তো ভীষণ কষ্টে দিনযাপন করছেন। সে কারনে তিনি সবাইকে সরকারের প্রতিটি নির্দেশনা কঠোরভাবে মানা এবং কোভিড-১৯ ও ঈদ পরিস্থিতিতে অসহায় ও দুঃস্থদের জন্য সরকারি-বেসরকারি সব ডিপার্টমেন্ট সহ সমাজের সকল বিত্তবানদের আর্থিকভাবে এগিয়ে আসার জন্য তিনি বিনীতভাবে আহবান করেন।
গরীব ও অসহায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্ভুত কোভিড-১৯ ও ঈদ পরিস্থিতিতে যথাসময়ে ত্রাণ সরবরাহ করা এবং সঠিক নির্দেশনা ও পরামর্শের জন্য প্রধান অতিথি এসময় ঠাকুরগাঁও জেলা অ্যাডজুডেন্ট মহোদয় ও তাঁর অফিস স্ট্যাফদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তিনি নির্ধারিত উপস্থিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে প্রদত্ত ত্রাণ সামগ্রী সামাজিক দূরত্বের নিয়ম বজায় রেখে বিতরণ করেন। উক্ত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল,মসুর ডাল,আলু,পেয়াঁজ সহ সয়াবিন তৈল।
উক্ত অনুষ্ঠানে মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের লিডার ও কমান্ডারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান ও পরিচালনা করেন রানীশংকৈল উপজেলা আনসার ও ভিডিপি টিআই(মহিলা) জনাবা মোছাঃ সাহেরা খাতুন।