আমিনুল পলাশঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয়তাবাদি দল বিএনপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১১মে) উপজেলার চর ফকিরা ইউনিয়নে অসহায় দরিদ্র পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করাহয়।ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, নুডুলস, বাদাম, কিসমিস, তেল ইত্যাদি দেওয়া হয়েছে।
উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুল কালাম মেম্বার, এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বি এন পি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাষ্টার, সহ- সম্পাদক সমশের হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা কবির, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াজেদ, এনামুল হক, মুক্তার হোসেন, ছাত্রদল নেতা হাসান মাহমুদ শুভ, সাব্বির আহমেদ সহ ওয়ার্ড ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল এবং অনান্য নেতৃবৃন্দ।