সুজন বিষ্ণুঃ রাজবাড়ী গোয়ালন্দে ঝড়ের কবলে পড়ে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের তার ছিঁড়ে নদীতে পড়ে যায় একটি মাইক্রোবাস।মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মাইক্রোবাসটিতে কোনো যাত্রী ছিল তা নিশ্চিত করে কেও বলতে পারে নি ।
টানা দুই ঘন্টা তৎপরতা শেষে দেড়টার দিকে ঢাকা মেট্রো-চ-১৪-২৬০৮ সাদা নোয়া গাড়িটি রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিস ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস সহ ডুবুরি দল মাইক্রোবাসটিকে সনাক্ত করে উদ্ধার করে। ঘটনাস্হলে স্হানীয় প্রশাসন, বিআইডব্লিউটিসি,বিআইডব্লিউটিএ এবং থানা ও নৌ-পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ডুবে যাওয়া মাইক্রোবাসটিকে বেলা দেড়টায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল মাইক্রোবাসটি উদ্ধার করেছে। তবে মাইক্রোবাসে থাকা চালক এখনো নিখোঁজ রয়েছে। চালককে শনাক্ত করে উদ্ধার কাজ অব্যহত রয়েছে।