মঙ্গলবার , ১১ মে ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সৈয়দপুরে ভারত ফেরত আইনজীবিসহ পরিবারের ৩ সদস্য করোনা পজিটিভ

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ১১, ২০২১ ৯:৫৬ অপরাহ্ণ

আমিরুল হকঃ  নীলফামারীর সৈয়দপুরে ভারত ফেরত এক আইনজীবি  (৩২) সহ তার পরিবারের ৩ সদস্যের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। তার বাড়ি শহরের পুরাতন বাবুপাড়ায় (পানির ট্যাংকির পূর্ব পাশে)। মঙ্গলবার (১১ মে) প্রশাসন তার বাড়িটি লকডাউন করেছে। এদিকে করোনার পজিটিভ রিপোর্টের এ খবরে ভারতীয় ভ্যারিয়েন্টের আতঙ্ক বিরাজ করছে শহরবাসীর মধ্যে।

জানা যায়, নীলফামারী জজকোর্টের ওই আইনজীবি গত  ২৭ মার্চ  চিকিৎসার জন্য তার বাবাকে নিয়ে ভারতের ভ্যালোরে যান। সেখান থেকে গত ২৩ এপ্রিল ঢাকা হয়ে দেশে ফিরেন।  দেশে ফেরার পর পরীক্ষায়  করোনা নেগেটিভ রিপোর্ট আসায় বাবাকে ঢাকায় রেখে নিজ বাড়িতে আসেন। পরে  অসুস্থবোধ করায় গত ২৭ এপ্রিল  আবারো ঢাকা গিয়ে জেমি ডায়াগনেস্টিক সেন্টারে  তিনিসহ তার স্ত্রী (২৮) ও মেয়ের  (০৫) নমুনা পরীক্ষা করান।

গত (৫ মে) তাদের তিনজনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৪ দিন কোয়ারিন্টনে না থেকে ৫ দিন পর স্বপরিবারে তারা  ঢাকা থেকে ঈদ করতে সৈয়দপুরে নিজ বাসায় ফিরে আসেন। পরে বিষয়টি জানতে পেরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়িটি ১৯ মে পর্যন্ত লকডাউন ঘোষনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আবু আলেমুল বাশার, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবু তাহের ও সৈয়দপুর থানা পুলিশ।ডা: আলেমুল বাশার জানান, আগামী ১৯ মে আবারো  তাদের নমুনা নেওয়া হবে তারপরই বলা  যাবে আসলে এটি ভারতের ভ্যারিয়েন্ট কিনা।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD