জাহিদুল ইসলাম নিক্কনঃ মঙ্গলবার (১১ মে) সকালে উপজেলার আফড়া ও ছোট পাথাইলহাট গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুটিয়া গ্রামের আরিফ হোসেন (১৬)। সে আফরা গ্রামে বাঙ্গি কিনতে গিয়েছিলেন। বাঙ্গি তোলার এক পর্যায়ে বজ্রপাতে সে মারা যায়। অপরজন হলেন- সাঁথিয়া উপজেলার ছোটো পাথাইলহাট গ্রামের ইমরান হোসেন (১৮)।
তিনি খেতে বেগুন তুলতে গিয়েছিলেন। এ ঘটনার পরপরই সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দুইজনের দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা প্রদান করেন পরবর্তীতে আরো ১০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানা যায়।এ বিষয়ে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোঃ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।