আলমগীর কবির পল্লবঃ গতকাল ১১ই মে গভীর রাতে পাবনা আমিনপুর থানার পুরান ভারেঙ্গা ইউনিয়নের বক্তারপুর গ্রামের জামে মসজিদের ইমাম মোঃ হুসাইন ও একই গ্রামের মোঃ আলম বক্স এর মেয়ে মোছাঃ আম্বিয়া খাতুন(১৫)কে আপত্তিকর অবস্থায় বক্তারপুর জামে মসজিদের ভেতর থেকে আটক করে এলাকাবাসী । পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আমিনপুর থানা পুলিশ ।অভিযুক্ত ইমাম মোঃ হুসাইনের বাড়ী টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানারগোবিন্দপুর গ্রামে । তিনি প্রায় ৭ বছর যাবত বক্তারপুর জামে মসজিদের ঈমামতি করছেন ।
মেয়ের বাবা মোঃ আলম বক্স বলেন, আমার মেয়ে নাবালিকা হুজুর ফুসলিয়ে ফাসলিয়ে এই ঘটনা ঘটিয়েছে । আমি এর সঠিক বিচার চাই । ইমামের এই জঘন্ন কাজে ক্ষুব্ধ এলাকাবাসী । ,আমিনপুর থানার ওসি মোঃ রওশন আলী জানান, এই ঘটনায় মেয়ের বাবা মোঃ আলম বক্স বাদী হয়ে আমিনপুর থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিযুক্ত ইমাম মোঃ হুসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে ।