কামরুল হাসান মুরাদ : পত্রিব ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠি জেলার রাজাপুর-কাঠালিয়া উপজেলার অসহায় দুঃস্থ ১হাজার মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরন করেছেন রাজাপুরের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্ত।
মঙ্গলবার (১১মে) সকাল ১১ টায় রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্তের বাড়িতে ৫শত অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, মোস্তফা জামান, সৈয়দ রাজভীর রেজবী, সোহেল মুন্সী, গোলাম মোস্তফা, সামিরা আক্তার, বাপ্পি সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্ত জানান, রাজাপুর-কাঠালিয়া দুই উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ১০০০ (শাড়ি-লুঙ্গি) ঈদবস্ত্র বিতরন করা হয়েছে। ৫শত ঈদবস্ত্র রাজাপুর-কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যেমে বিতরণ করা হয়েছে এবং ৫শত ঈদবস্ত্র বাড়িতে নেতৃবৃন্দ বিতরন করেছে।