মিরাজুল ইসলামঃ করোনা প্রতিরোধে দেশজুড়ে লকডাউন চলছে। কুমিল্লার প্রায় চারপাশজুড়ে ভারতের সীমান্ত। তাই মাদকের আগ্রাসনের অন্যতম এলাকা এই কুমিল্লা। এই লকডাউনেও থেমে নেই মাদক পাচাঁর। পুলিশ প্রশাসন ও র্যাবও মাদক উদ্ধার করছে। তারপরেও থেমে নেই মাদক পাচাঁর ও ব্যবসা।
বৃহস্পতিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই কামাল উদ্দিন ও এএসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে সদর দক্ষিণ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শেওড়াতলী তমজিদ সিএনজি ফিলিং স্টেশন এর সামনে থেকে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার। আটক মাদক কারবারি শাহাদাৎ হোসেন (২৮) জেলার সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের বাবুল মিয়ার ছেলে।
অপরদিকে,কুমিল্লা চৌদ্দগ্রামে জেলা গোয়েন্দা পুলিশের এস আই শাহীন কাদিরের নেতৃত্বে আরো একটি সফল অভিযানে প্রতাপপুর এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামী মোবারক হোসেন ১৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।