পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামে বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের আইয়ুব আলী হাওলাদার এর ছেলে ইব্রাহিম হাওলাদার (২৫) মাঠে ধান কাটতে যান। হঠাৎ মেঘের গুরুম গুরুম আওয়াজে বজ্রপাতের আঘাতে মাঠেই তার মৃত্যু হয়।
আকস্মিক এই বজ্রপাতের মত্যুতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোস্কা পড়ে যায় এবং মাথার চুল পুড়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে গভীর শোক বিরাজ করছে।অন্যদিকে একইদিনে দুমকির আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে কালু মুন্সি নামের আরও একজন নিহতের খবর পাওয়া গেছে।