হাসেম আলী হৃদয়ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ মে) দুপুরে পৌর এলাকার খানপাড়া এলাকায় পিতা ইব্রাহীম আলীর বাড়ি হতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাবিয়া আক্তার ডলির স্বামী ঢাকার মোহাম্মদপুর থানায় কর্মরত।শিবগঞ্জ থানার এসআই নুরনবী জানান, ঘরের মধ্যে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল হতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।