মনিরুজ্জামানঃ পানিতে ডুবে সুমন মিয়ার স্ত্রী ও শিশু পুত্র মর্মান্তিক মৃত্যু। আজ মঙ্গলবার দুপুরে মা শাহিদা আক্তার (১৯) পুকুরে কাপড় কাঁচতে গেলে পেছন পেছনে এসে তার দেড় বছরের শিশু পুত্র সৌরভ পুকুরের পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সাঁতার না জানা মা পানিতে ডুব দিলে দুজনেই ডুবে মারা যান।
উপজেলার নিলখী ইউনিয়নের ইাঁভরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহিদা আক্তার ইটাভরা গ্রামের মাটিকাটা শ্রমিক সুমন মিয়ার স্ত্রী। মা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলায় নিখখি ইউনিয়নের ইটাভরা গ্রামের মাটিকাটা শ্রমিক সুমন মিয়ার স্ত্রী বাড়ির পাশে পুকুরে কাপড় কাঁচতে যায়।
এই সময় তার দেড় বছরের শিশু পুত্র সৌরভ তার পিছু পিছু গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানা মা শাহিদা আক্তার তাকে বাঁচাতে গিয়ে মা-ছেলে দুই জনেই পুকুরের পানিতে তলিয়ে যায়। গঠনা ঘটার সাথে সাথে সাতার জানা কোন লোক ছিল না বলে এই ঘটনা ঘঠেছে বলে জানা যায়।ছেলেকে বাচাতে গিয়ে মায়ের কাপড় এলোমেলো হয়ে পেচ লাগার কারনে মা ও ছেলে পানি খেয়ে উপরে ভেসে উঠার পর আসেপাশের লোকজন চিতকার চেচামেচি করেএলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল সালাম সিকদার জানান, মা ও ছেলে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। হোমনা থানার কর্মকর্তা ইনচার্জ আবুর কায়েস আকন্দ জানান, মা-ছেলে পানিতে ডুবে মারা যাওয়ার খরব পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। তাদের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।