সুলতান মাহমুদঃ সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গল (১১ মে) সাড়ে ৫ টার দিকে জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএল এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ০১টি অভিযানে এসআই/ খোকন চন্দ্র সরকার এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিরাজগঞ্জ থানাধীন মুলিবাড়ি হতেমােঃ সাদ্দাম (২৫) এবং মো: মাসুম (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ০৫ কেজি গাঁজা ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন -১। মােঃ সাদ্দাম (২৫), পিতাঃ মোঃ আয়নাল হক, গ্রাম- নামাটোলা, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ০২। মো: মাসুম (৩৬), পিতা মোহাম্মদ রূপচাঁন গ্রাম- ঠাকুর ট্যাক, থানা ও জেলা-সিরাজগঞ্জ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে জানায় জেলা গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।