মোয়াজ্জেম হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়ায় শিকলে বন্দি মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে থাকা অসহায় শিশু শিক্ষার্থী রুবিনাকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন লন্ডন প্রবাসী ফজলুল হক। বুধবার বেলা বারোটায় উপজেলা পরিষদ হলরুমে ফজলুল হকের পক্ষে এ অর্থ সহায়তা রুবিনার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলেট আকন ও স্থানীয় সমাজ কর্মী হাসান পারভেজ। গত বছর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ‘মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে ভিক্ষায় চলে জীবন’ এমন সংবাদ প্রচারিত হয়।
অসহায় শিশু শিক্ষার্থী রুবিনা বলেন, অসুস্থ মাকে নিয়ে জীবন যাপন করতে কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার ঘর দেয়ায় নিরাপদে বসবাস করছি। আজকে এই নগদ অর্থ পেয়ে মাকে নিয়ে ভালো ভাবে ঈদ করতে পারবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক জানান, পত্রিকার মাধ্যমে তার অবস্থা জানতে পেরে উপজেলা পরিষদের পক্ষ থেকে রুবিনাদের জমিসহ একটি ঘর প্রদান করেছি। সর্বশেষ এ অর্থ সহায়তা প্রদাণ করা হয়েছে। তিনি সমাজের বিত্তবানদের এ সকল মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।