মোয়াজ্জেম হোসেন মিলনঃ ফেনী সদর লেমুয়াতে পাগলা মহিষের তাণ্ডব ও হামলায় আহত হয় ৫ জন এসময় মসজিদের গ্লাস ভাংচুর করে মহিষ।১২ মে বুধবার সকালে লেমুয়া কেন্দ্রীয় জামে মসজিদে তাণ্ডব ও হামলায় আহত হয়।পরে স্থানীর এলাকাবাসীর সহযোগীতায় মসজিদ থেকে মহিষ বাহির করে নিয় যাওয়ার সময় তার হামলায় তাজুল ইসলাম,মনির আহম্মদ,জয়নাল আবেদীন সহ ৫ জন আহত হয়।গুরুতর আহত তাজুল ইসলাম কে সদর হাসপাতালে ভর্তি করা হয়।