রাইয়ান ঈসাঃ পটুয়াখালী সদর উপজেলার বদরপুরে ৭ টি দেশের সাথে মিল রেখে আজ ১২ মে ঈদ উদযাপন হয়েছে। সোমালিয়া, ইকোডোর, নাইজেরিয়া ও পাকিস্তানের একটি অংগ রাজ্যের সাথে সংগতি রেখে বদরপুর দরবার শরীফ এলাকার কিছু সংখ্যক পরিবার ঈদুল ফিতর উদযাপন করে থাকে অনেক আগে থেকেই।
সকাল সাড়ে সারে ১০ টায় বদরপুর দরবার শরিফে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আবদুল গনি। জানা যায় তারা ১০০ বছর পূর্বে থেকে সৌদির সাথে মিল রেখে একদিন আগে থেকে রোজা এবং ঈদ-পালন করে আসলেও এবার নতুন করে সোমালিয়া, ইকোডোর, নাইজেরিয়ার সাথে মিল রেখে ঈদুল ফিতর পালন করেছে।
এলাকায় এরা হানাফি ও মাজহারের অনুশারী হিসেবে পরিচিত এবং তারা চট্টগ্রামের এলাহাবাদ, বদরপুর ও কানটুপি অনুশারী। তারা জানান পৃথিবীর যে কোন স্থানে চাঁদ দেখা গেলেই সেদিন থেকে রোজা রাখা উচিৎ এবং সেটাই তারা পালন করে আসছেন।