মাসুদ রেজাঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২১টি ককটেলসহ কিশোর গ্যাং এর ২ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।মঙ্গলবার (১১মে) গভীর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্ধনগাছা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীরা হলেন- উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবর্ধনগাছা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহাগ (১৬) ও একই এলাকার ময়নুল হোসেনের ছেলে আলিফ (১৪)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় বর্ধনগাছা এলাকা থেকে সোহাগ ও আলিফ নামের দুই কিশোরকে ২১টি ককটেলসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।তিনি আরও বলেন, আটককৃত দুই কিশোর বিভিন্ন সময় এলাকার নিরপরাধ মানুষদের বাড়ীতে ককটেল রেখে গ্রেফতারের ভয়ভীতি দেখাতো বলে অভিযোগ রয়েছে।