ধর্ষণের শাস্তি ফাঁসি চাই
মোঃ সাজ্জাদ হুসাইন
তোমরা অধম
মূর্খ,অভিশপ্ত,জানোয়ার
অসভ্য ক্ষয়িত,
রাজ্যর ক্ষুদ্রতম
কল্মষ বালক।
কিছু মানুষের তরে
তীব্র দগ্ধা,অবজ্ঞা,
আমার সামান্য বাণী
ছড়িয়ে দেয়;
যাদের মনুষ্যত্ব বোধ
সহজেই মৃতুয হয়েছে।
যাদের নিযার্তনে
কিছু মানব স্বাধীনতাহীন,
সযত্নে আগলে রাখা
কিছু তাজা ফুটন্ত রাঙ্গা
ফুলের বাগান ধ্বংসস্তৃপ।
আজ আমাদের দেশ
সভ্যতা,শিক্ষিত,শিপ্লয়নে
উদ্বর্তন ছাদ!
তবে কেন! কিছু মানুষ
সর্বহারা হয়ে
বাপের বোঝা।
ঐ পশুদের কি?
মাতৃভাষা,তেরসা
একাত্তর,ধর্মনীতির ইতিহাস
কর্ণপাত নয়?
তিনশতর বেশি দিন
তীব্র বেদনার ফলে
দুই বছর বা অধিক;
রক্তে,মাংসে গঠিত
বুকের রেশ রসদ ভুঁজে
অতঃপর আমরা,
ওদের কি সমন্ত্তে করে না?
ওরা সবই জানে
তবুও মস্তক ঊর্ধ্বস্হ,
কেন না—————-
দুর্বলচিত্র আমাদের আইন।