হাসেম আলী হৃদয়: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে ঈদের নামাজ পড়তে গিয়ে পা ফসকে পড়ে গিয়ে এক মুসল্লী নিহত হয়েছে।নিহত মুসল্লী হলেন শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে বারোমোসিয়া গরিশংকরপুর গ্রামের মৃত আমজাদ আলির ছেলে সাইদুল ইসলাম(৫৫)।
উক্ত মসজিদের মোয়াজ্জিন আব্দুর রাজ্জাক ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে শুক্রবার (১৪ মে) সকালে গরিশংকরপুর জামে মসজিদের নির্মানাধীন ২য় তলায় নামাজ পড়তে গিয়ে মাদুর পিছানো সময় পা ফসকে নীচে পড়ে সাইদুল ইসলাম গুরুতর আহত হয়।আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।