মিজানুর রহমানঃ খুলনার ডুমুরিয়ায় ঈদের দিন স্বামী ঘুরতে না নেয়ায় অভিমান করে স্ত্রী সানজিদা আক্তার শােভা (২০) আত্মহত্যা করেছেন। আজ শনিবার (১৫ মে) নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে।
এর আগে শুক্রবার রাতে ওই গৃহবধু ডুমুরিয়া উপজেলার উলা গ্রামে আত্মহত্যা করে। তিনি মেছাঘােনা গ্রামের নাজমুল হাসান শেখের স্ত্রী। তার বাবা বাড়ী উলা গ্রামে। সূত্রে জানা গেছে, ঈদের দিন বাবার বাড়িতে বেড়াতে এসেছিল সানজিদা আক্তার শােভা।
বিকেলে তার স্বামীকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তবে স্বামী ঘুরতে নিয়ে যাওয়ায় অভিমান করে ঘরের আঁড়ার সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা চেষ্টা করেন গৃহবধূ সানজিদা আক্তার শোভা।