রবিবার , ১৬ মে ২০২১ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

নওগাঁয় শ্রমিকলীগের নেতার হাত পায়ের রগ কর্তন

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ১৬, ২০২১ ৬:১১ অপরাহ্ণ

রহমতউল্লাহ : নওগাঁর আত্রাইয়ে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলে।উপজেলা সদরে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত সরদার সোয়েবের বাড়ি উপজেলার পাথাইঝাড়া গ্রামে।
পুলিশ জানায়, প্রতিদিনের মতোই সোয়েব দুপুরের দিকে নিউমার্কেটে তার ঠিকাদারি অফিসে আসেন। একসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমের ছেলে মির্জা রাব্বী দলবল নিয়ে এসে তার ওপর হামলা চালায়।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকারিয়া হোসেন  জানান, সোয়েবের দুই হাত ও বাম পায়ের অবস্থায় খুব খারাপ। প্রচুর রক্তপাত হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাজারের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া সোয়েব রাব্বীসহ যাদের নাম বলেছে তাদের আটকের চেষ্টা চলছে। এখনও এ ঘটনায় কোনো মামলা হয়নি ।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD