শ্যামলী আক্তারঃ লিটনের মৎস্য খামারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা ঘটেছে। আজ রবিবার উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে লিটনের মৎস্য খামারে এ ঘটনা ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ।
ভুক্তভোগী ও সরেজমিনে গিয়ে জানা যায়, মির্জাপুর গ্রামের লিটন প্রায় ৭০ বিঘার পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছিল। পুকুরটি বিল এলাকায় অবস্থিত হওয়ায় দেশি প্রজাতির মাছের সংখ্যা বেশি ছিল। শনিবার রাতে কিংবা রবিবার সকালে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে রবিবার দুপুর থেকে মরা মাছ পানিতে ভাসতে দেখা যায়। মরা মাছের মধ্যে রুই, কাতল, জাপানি, বিলাডকাপ ও সিলভার মাছের সংখ্যাই বেশি ছিল।
এ ছাড়াও কার্প জাতীয় মাছও সব মারা গেছে। ভুক্তভোগী লিটন জানান, আমি দীর্ঘদিন যাবৎ এখানে মাছ চাষ করছি। হঠাৎ শনিবার রাতে কিংবা রবিবার সকালে আমার পুকুরে বিষ প্রয়োগ করে এই ক্ষতি করেছে। শত্রুতাবশত আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি মহল এসব করেছে। আমি আইনের আশ্রয় নেব।