আমিনুল পলাশঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ থেকে পদত্যাগকারী উপজেলা আওয়ামী লীগের ২ নং সদস্য ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা আ’লীগ।শনিবার (১৫ মে) বেলা ১১টার দিকে বসুরহাট বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত পথসভায় এ ঘোষণা দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দিতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের পক্ষে এ ঘোষণা দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল।তিনি বলেন, আজ থেকে আমাদের কোন নেতাকর্মীর উপর হামলা হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। কোন ছাড় দেয়া হবে না। যেখানে বাধা আসবে সেখানেই জবাব দেয়া হবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের মূখপাত্র মাহবুব রশিদ মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা, সাবেক ছাত্রনেতা হাসিব আহসান আলাল, সাবেক ছাত্র লীগ সভাপতি জায়দল হক কচি, রামপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি সিরাজিস সালেকিন রিমন, উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন।