কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ডাকাতির প্রস্তুতি ও একাধিক ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক, দস্যুতা মামলায় (জি আর) ওয়ারেন্টভুক্ত দুই জন আসামিকে গ্রেফতার করে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালত প্রেরণ করেছে পুলিশ।
আটককৃ আসামিরা হলেন, উপজেলার পূর্ব গাইলকাটা গ্রামের জামাল মিয়ার ছেলে, ইমন মিয়া (২৪) এবং কুলিয়ারচর বাজার এলাকার গোলাম রহমান গোলাপ এর ছেলে, সোয়েবুর রহমান গুডু (২৪)। শনিবার (২৯ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভুক্ত আসামী দুই জনকে পুলিশ প্রহরায় কিশোরগঞ্জের বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার, ভৈরব সার্কেল মোঃ রেজওয়ান দীপুর সার্বিক দিক নির্দেশনায়, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার তত্ত্বাবধানে, বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পূর্ব গাইলকাটা ও কুলিয়ারচর বাজার এলাকা থেকে বিভিন্ন মামলায় (জি আর) ওয়ারেন্ট ভুক্ত আসামী দুই জনকে গ্রেফতার পূর্বক, শনিবার (২৯ জানুয়ারি) সকালে পুলিশ প্রহরায় কিশোরগঞ্জের বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃত আসামিরা ডাকাত দলের সদস্য তাহাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক, দস্যুতা মামলার আসামী, ইমন মিয়ার বিরুদ্ধে ০৭ টি এবং সোয়েবুর রহমান গুডু’র বিরুদ্ধে ০৩ টি, মোট-১০ টি মামলা আছে। তাহাদের কে কুলিয়ারচর থানার ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার সহ ইমন মিয়ার বিরুদ্ধে ১ টি (জিআর) ও সোয়েবুর রহমান গুডু’র বিরুদ্ধে ২টি (জিআর) গ্রেফতারী পরোয়ানায় মূলে গ্রেফতার করিয়া যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।