ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রবিবার (১৬ মে) আনুমানিক দুপুর ২.৩০ মিনিটে নাবালিকা মেয়ে মনসুরা (১৪) বাড়ী হইতে বাহির হয়ে পার্শ্ববর্তী দোকানে খরচ আনার জন্য যায়। মেয়েটিকে ঘটনার আসামি ১ নং শামীম প্রলোভন দেখিয়ে দোকানের পাশ্বেই ২ নং আসামী রাব্বির বাড়ীতে নিয়ে যায়। এরপর আসামী ১নং শামীম ও ২নং আসামী রাব্বি দুজনেই নাবালিকা মেয়ে মনসুরাকে পলাক্রমে ধর্ষণ করে। পীরগঞ্জ উপজেলার পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডে রঘুনাথপুর টি এন্ড টি পাড়ায় এই অপকর্ম সংঘটিত হয়। এরপরে মেয়ের পরিবার ও এলাকাবাসী বিষয়টি পীরগঞ্জ থানা প্রশাসনকে অবগত করলে ঘটনাস্থলেই পীরগঞ্জ থানা পুলিশ হাজির হয়ে মামলার ১ নং আসামী শামীমকে গ্রেফতার করেন।
এরপরে সেই নাবালিকা মেয়ের বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন।পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পার্শবতী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা থেকে মামলার ২নং আসামী রাব্বিকে গ্রেফতার করে থানা পুলিশ।আসমিরা হলেন, পীরগঞ্জের উপজেলার পৌরসভাধীন মকবুল হোসেনের ছেলে ১ নং আসামী শামীম (১৯), গ্রাম রঘুনাথপু টিএন্ডটি পাড়া, ইলিয়াস আলীর ছেলে ২নং আসামী রাব্বি (১৯) সালাম গনীর ছেলে ৩ নং আসামী রাকিব (২০) ধর্ষণের অভিযোগের ৩ নং আসামি এখনো পলাতক রয়েছে।যার মামলা নাম্বার (১১) ১৬/০৫/২০২১ ইং এরপরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনার দুজন আসামীকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করেন।