সোমবার , ১৭ মে ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

শিবগঞ্জে ভূয়া ভোক্তা অধিকার কর্মকর্তা সারোয়ার আটক

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ১৭, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ

হাসেম আলী হৃদয়: চাঁঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিনোদপুর খাসের হাট হতে এক ভুয়া ভোক্তা অধিকার কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা।আটককৃত ব্যক্তি হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া পুলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সারোয়ার জাহান(২৫)।
স্থানীয়রা জানান, রবিবার (১৬ মে) বিকাল হতে রাত পর্যন্ত খাসের হাট বাজারে শওকাতের কসমেটিকসের দোকানসহ বিভিন্ন দোকানে কসমেটিকসসহ বিভিন্ন ধরনের নকল পণ্য আছে বলে ভয়ভীতির মাধ্যমে চাঁদা দাবী করে। এমন এক পযার্য়ে স্থানীয় জনগনের মাঝে সন্দেহ হলে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে র‌্যাব ও পুলিশকে খবর দেয়। পরে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল রাত সাড়ে ১০টার দিকে ঘটনা স্থলে উপস্থিত হয়ে সারোয়ার জাহানকে আটক করে।
এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার চাঁপাইনবাবগঞ্জের সহকারি পরিচালক মো. জহিরুল ইসলাম রবিবার রাত সাড়ে ১১ দিকে এ প্রতিবেদককে জানান, ঘটনা শুনেছি তবে আমার কাছে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি এখন পর্যন্ত। আমাদের বিভিন্ন অভিযানে সারোয়ার ফেইসবুক লাইভ ও সহযোগিতার জন্যে আমাদের সাথে যেত। সে ভোক্তা অধিকার এর কোন কর্মকর্তা নয় বলেও জানিয়েছেন জহিরুল ইসলাম।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY AKATONMOY HOST BD