স্বপ্ন গাঁথা
কলমে,আব্দুল্লাহিল জামান বিপুল,নিরস্ত্র পুলিশ পরিদর্শক,গাইবান্ধা
প্রভাতে
সূর্যের উদিয়মান প্রভায়
তোমার মুখে দেখেছি
বিচ্ছুরিত সোনালী আশা
স্রোতস্বিনী ঝিরিঝিরি প্রেমধারা
নিঃশব্দ আহুত নয়নে তৃষ্ণার্ত কায়া!
দেখেছি জীবনের এই ক্ষণ কালে
প্রস্ফুটিত সুরভিত ফুলে
অলির আগমনের প্রতীক্ষা,
মঞ্জরিত পাপড়ির বর্ণীল মাদকতায়;
জীবন সুধা পিপাসু
কোমল অমৃত প্রনয়ী বিরহ ব্যথা!
আমি ভেসেছি স্বপ্ন বিভোরে
শুধু তোমাতে হরণ হয়েঃ
সূর্যের তপ্ত বুক চিরে
গ্যালাক্সির পর গ্যালাক্সির মাঝে
খুঁজেছি এক শোভিত অখন্ড স্পেস;
যেখানে শুধু অনাবিল প্রেম
অবিরত প্রাপ্তি, সুখ আর শান্তি!
আমার নীল ধুম্রায়িত অতীত
উজ্জ্বল আলোক দীপ্ত পরশে
বিশুদ্ধ পবনে আজ সুরভিত;
আজন্ম না পাওয়া সুখানুভূতি
উচ্ছ্বাসিত জীবনীতে বহমান।
আমি সাজিয়ে যাই আনমনে
একে একে অনন্তকালের
স্বপ্নগাঁথা।