তুমি কি বদলে যাবে কখনও
কলমে, সিদ্দিকা লাকী
পুলিশ সুপার (সি আই ডি) ঢাকা।
তুমি কি বদলে যাবে কখনও
ঋতু বদলের খেলায় যেভাবে বদলে যায় শীত বসন্ত ?
অথবা তুমি কি এমন হয়ে যাবে কখনও
স্মৃতি বিভ্রম মস্তিষ্ক যেভাবে চিনতে পারে না নিজেকেও ?
তুমি কি বদলে যাবে কখনও
হালকা আবেগ আর ঈষৎ উষ্ণ অভিমানে ?
তুমি কি বদলে যাবে কখনও
যতদিন এ পৃথিবীতে পার্থিবতা থাকবে বহমান ?
তুমি কি সত্যিই বদলে যাবে
আমার কল্পনার জগতেরও দারুন সীমানার বাইরে ?
তুমি কি বদলে যাবে
আমাকে হারানোর ঠিক শেষ বিন্দু মুহুর্তে ?
তুমি কি এতটুকুও বদলে যাবে
পেঁজাতুলোর মতো যেদিন সবাই শুধু নিজেকে নিয়ে দৌড়াবে নিরাপদ আশ্রয়ের খোঁজে ?
তুমি কি বদলে যাবে
অন্য সবাই যেভাবে বদলে যায় ?
তুমি কি বদলে যাবে তবুও
যদি আমি তোমার জন্য ফারাজ হতে পারি ?
বলে যেও
আমার কানে কানেজ
আসবে বাঁধা পাহাড় সমান
বাঁচবো আমরা একই প্রাণ
চাই না কোন প্রতিদান !
তুমি বদলে যদি যাবেই তবে
আমাকে ফারাজ হতেই হবে।
সংগ্রহে, এস এইচ মিলন