নাসিরুল ইসলাম : মরণ নেশা ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন নামে ১ যুবককে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।আটক আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোছা. হাসনেয়য়ারা বেগম ও মো. তরিকুল ইসলামের ছেলে ইমাম হাসান ওরফে সুমন (২৫)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে রোববার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বালুবাগান গ্রামে অবস্থিত চাঁপাই এগ্রো ইন্ডা’র পাশে অভিযান চালিয়ে ৪৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুমনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল।আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আসামি কে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।