লুৎফুল কবীরঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের মেহেদীর রঙ মুছে যাওয়ার আগেই জান্নাত (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা নতুন বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাত ওই এলাকার মৃত আবদুল আজীজের মেয়ে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যা গেছে, প্রায় দেড় মাস আগে একই ইউনিয়নের মইষাকান্দা গ্রামের রাহুল নামের এক যুবকের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় জান্নাতের। তারপর থেকেই জান্নাত মানসিক সমস্যায় ভুগছিলো। গতকাল রোববার রাতে স্বামী রাহুল জান্নাতকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে যেতে চাইলেও সে যায়নি। আজ সকালে বাবার বাড়ির ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এস তারা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।