মেহেদী জামান আনন্দঃ ফুলবাড়ী,কুড়িগ্রামমানবতার সেবায় এগিয়ে যাওয়া একঝাঁক তরুন যুবক একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সৃষ্টি করে৷হাটিহাটি পা পা করে সেই সংগঠন এক বছরে পদার্পন করলো৷সংগঠনের এক বছর পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা আলোচনা সভা ও বৃক্ষরোপনের আয়োজন করা হয়৷।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো:মুসাব্বের আলী মুসা,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:আবু হানিফ ভারপ্রাপ্ত অধাক্ষ নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ,জনাবমো:জয়নাল আবেদীন সহকারী শিক্ষক বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ৷
অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে মুসাব্বের আলী মুসা সংগঠনকে সকল প্রকার সহযোগীতা করার কথা বলেন,সংগঠনটির সভাপতির বক্তব্যে সাইমাল হাসান সজীব বলেন সংগঠনটিকে সরকারী রেজি:স্টেশন ভুক্ত করা গেলে আরও অনেক যাবে সংগঠনটি৷সংগঠনটি এক বছর ৮০ ব্যাগ রক্ত ও আট হাজার এর মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করেছে৷পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।