হাসানুজ্জামানঃ মেহেরপুরের গাংনীতে মহিতাছুন নেছা (৬৫) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে গাংনী উপজেলার ছাতিয়ান বাওট মধ্যপাড়ার ওমর আলীর স্ত্রী। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার স্বামী মাঠ থেকে ফিরে দেখে সে ঘরের আড়ের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এসময় ওমর আলীর চেচামেচি শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্হানীয় ক্লিনিকে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তা ফলপ্রসূ হয় নি।প্রতিবেশীদের ধারণা পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে।
নিহতের জামাতা আবুল কালাম মাস্টার জানান, আমার শ্বাশুড়ীকে তার সন্তানরা ঠিকমত দেখা শোনা করে না। এছাড়া শারীরিকভাবে অসুস্থ ছিল। তবে কী কারণে আত্মহত্যা করেছে বিষয়টি আমার জানা নেই।গাংনী থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।