আলমগীর কবির পল্লব : ঈদে বাড়ী আসা মানুষ ঢাকায় ফিড়তে শুরু করেছে । ছুটি শেষ,…. তাই যেতে হবে চিরচেনা কর্মস্থল ঢাকায় । মহামারী করোনার কারণে দেশে চলছে লকডাউন । দুরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ বন্ধ । একমাত্র যাবার মতো উপায় শুধু ফেড়ী । তাই সমস্ত চাপ পড়েছে এখন ফেড়ীর উপর ।
প্রচন্ড গরম , হাজার হাজার মানুষ ফেড়ীঘাটে ফেড়ীর অপেক্ষায় । অনেকেই অসুস্থ হয়ে পড়ছে এই গরমে । বিপাকে পরেছে বৃদ্ধ আর শিশুরা । ফেড়ীতে গাড়ী কম, যাত্রীই বেশি । এতো যাত্রীর চাপে দিশেহারা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী । হাজার চেষ্টা করেও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না যাত্রীদের ।
তবুও চেষ্টার কোন বাকি রাখছেন না ঘাটে নিয়োজিত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী । ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যারা ফেড়ীতে একটু জায়গা পাচ্ছে তারা যেন সোনার হরিণ হাতে পাচ্ছে । পাবনা কাজিরহাট ফেড়ীঘাটে এমনই চিত্রের দেখা মিলেছে আজ সারাদিন ।