মুহাম্মদ আবদুর রশিদঃ চট্টগ্রাম জেলার সাথে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সহজ যোগাযোগ মাধ্যমে শেখের খীল মৌলভী বাজার ব্রীজ।কুতুব দিয়ার অনেক জনগন ও ব্যবসায়ী এই পথ দিয়ে বিভিন্ন এলাকা যাতায়াত করে।বাশঁখালীর লবন চাষিও সাধারণ জনগনএই ব্রিজ দিয়ে চলাচল করে।
এলাকার জনদুর্ভোগ লাঘবে মাননীয় এম পি আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরীর একান্ত প্রচেষ্টায় ব্রিজটি বাস্তবায়নের আলো দেখতে পায় এবং তিনিই প্রথম কাজের উদ্ভোধন করেন।অত্যন্ত দুঃখের বিষয়১৯সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলে ও টিকাদারের অবহেলায়এবং এল জি ই ডির তদারকির অভাবে কাজ শেষ হয় নাই। যার ফলে এলাকা বাসীর দুর্ভোগ রয়ে গেল। টিকাদারি প্রতিস্টানের লোক বল কম ছিল কাজ চলা কালিন সময়ে।
অনেক দিন কাজ করতে দেখা যাচ্ছেনা। আগামী বর্ষার আগে কাজ শেষ করা না হলে উভয় উপজেলার জন গন যাতায়াতের দুর্ভোগে পড়বে। লবন চাষি,মাছ ব্যবসায়ী বেকারত্ব সমস্যা পড়ার সম্ভাবনা আছে।তাই এলাকাবাসী দ্রুততম সময়ে কাজের পুর্ন বাস্তবায়ন দেখতে চায়। উক্ত প্রকল্পের প্রাকলিত ব্যয় ৪২২,২২,৭৭৯.০০টাকা এবং ঠিকাদার মেসার্স নিপা এন্টারপ্রাইজ চক বাজার।