আমিরুল হক : প্রথমআলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় গ্রেপ্তারের ঘটনায় নীলফামারীর সৈয়দপুরে মৌন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মঙ্গলবার (১৮ মে) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশ নেয়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), সৈয়দপুর শিল্পী সমিতিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রথমআলো সৈয়দপুর-পার্বতীপুর প্রতিনিধি এম আর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক শিউলী সুলতানা, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর শিল্পী সমিতির সভাপতি হোসনে আরা লিপি, সাধারণ সম্পাদক এম আর টুটুল, সৈয়দপুর বন্ধুসভার সভাপতি ডালিম কুমার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বন্ধুসভার সাবেক সভাপতি আব্দুল হাফিজ হাপ্পু, সাংবাদিক সাবির আহমেদ সাবের, নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন, আমিরুল হক, জহুরুল ইসলাম খোকন, শাহিদুল সরকার, নওশাদ আনসারী, আলমগীর হোসেন প্রমূখ।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, করোনাক্রান্তিতে মানুষ বেঁচে থাকার জন্য যেখানে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বাস্থ্যখাতের রাঘব-বোয়ালরা দূর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তিসহ তাঁর ওপর নির্যাতনকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।