মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল : বদলী জনিত কারনে মোহাম্মদ শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), ময়মনসিংহ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং জয়িতা শিল্পী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ময়মনসিংহ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) দ্বয়কে আজ বদলিজনিত বিদায় সংবর্ধনা জানায় জেলা পুলিশ, ময়মনসিংহ।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ।
এসময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ এর সভানেত্রী মিসেস কানিজ আহমার সহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথিদের অত্র জেলায় চাকরিকালে কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি তাদের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। জেলা পুলিশ, ময়মনসিংহ বিদায়ী অতিথিদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে