সোমবার , ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

বিশ্ব ভালোবাসা দিবসে গোলাপ যেন সোনার হরিণ

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ৫:০০ অপরাহ্ণ

উমর ফারুক ভ্রাম্যমান প্রতিনিধি: আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি)  বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসে ও পহেলা ফাল্গুনে  গোলাপ যেন হয়ে উঠেছে সোনার হরিণ। যে গোলাপ কয়েকদিন আগেও বিক্রি হতো ১০ থেকে ১৫ টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টকায়।  সোমবার (১৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সদরে বিভিন্ন ফুলের দোকানে এমন দৃশ্য চোখে পড়ে।  ফুল ক্রেতারা জানান, এর আগেও ফুলের দাম এতো বেশি  ছিলো না। গত কয়েকদিন ধরে এ বাজারে আগুন লেগে গেছে। যে ফুলের দাম ১৫ থেকে ২০ টাকা ছিলো সেটি এখন ৬০ থেকে ৭০ টাকাতেও পাওয়া যাচ্ছে না। এটার কারণ হিসেবে তারা জানান,  বাঙালির ঐতিহ্য পহেলা ফাল্গুন, তারপর একইদিনে বিশ্ব ভালোবাসা দিবস। এ দিবসগুলোতে সব ফুলের চাহিদাই বেড়ে যায়। তবে গোলাপের চাহিদা থাকে সবার উপরে। ক্রেতাদের অভিযোগ, আগে যে ফুল বিক্রি হতো ১০ থেকে ১৫ টাকা, সেই ফুল এখন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে ফুল বিক্রেতারা বলেন, এ দিবসকে ঘিরে প্রতিবছরই ফুলের চাহিদা বেড়ে যায়। বিশেষ করে এ দিবসে লাল গোলাপের চাহিদা থাকে সবচেয়ে বেশি। আজ আমরা প্রতিটি লাল গোলাপ বিক্রি করছি ৬০ থেকে ৭০ টাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দামও আরেকটু বাড়তে পারে বলে তিনি জানান। ফুল বিক্রেতারা বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ বেশ বিক্রি বেড়েছে, বিশেষ করে লাল গোলাপের চাহিদা সবচেয়ে বেশি। প্রতিটি গোলাপ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। দাম বেশির ব্যাপারে জানতে চাইলে তারা জানান, কিনেছি বেশি দিয়ে। তাই বিক্রিও বেশি দামে করছি।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY AKATONMOY HOST BD