খুলশী প্রতিনিধি : নগরীর পাহাড়তলীর শেখ রাসেল পার্কে আবৃত্তি সংগঠন বোধনের উদ্যোগে বসন্তের প্রথম দিনে গত সোমবার ১৪ ফেব্রুয়ারি সকাল থেকে চলছে বোধনের বসন্ত উৎসব।‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে বোধনের বসন্ত উৎসব শুরু হয় সকাল ৮টায়। বংশীবাদনের মধ্য দিয়ে প্রাণের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম।এরপর বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ারের একক আবৃত্তি পরিবেশন করেন।
এ আবহে রবীন্দ্র সংগীতশিল্পী কেশব জিপসী একক গানে বসন্তের চিরচেনা রূপ ধরা দেয় সংগীতভবন, সুরপঞ্চম, ধ্রুপদ সংগীত নিকেতনের দলীয় সংগীত পরিবেশনায়। বসন্তের হাওয়ায় দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ একাডেমি, মাধুরী ডান্স একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ, এবি নৃত্যাঙ্গনের শিল্পীরা। এরপর নানান ভাব-বন্ধনের গাঢ়তায় একক গানে অংশ নেন শিল্পী কাবেরী সেনগুপ্ত, কান্তা দে, শুভাগত চৌধুরী, হাসান জাহাঙ্গীর, শ্যামলী পাল, মাহবুবুর রহমান সাগর, প্রিয়া ভৌমিক, সুব্রত ধর, ইমন শীল।
কথামালার অতিথি ছিলেন চট্টগ্রামের ভারতীয় হাই কমিশনারের শুভেচ্ছা দূত জিএস. যোশী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, লায়ন বাসুদেব সিংহ, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, সৈয়দ জাভেদ হোসেন, সাংবাদিক আলমগীর সবুজ, সাংবাদিক প্রণব বল, সাজ্জাদ কাশেম রেজা ও বোধনের সহ-সভাপতি অধ্যাপিকা সুবর্ণা চৌধুরী। বসন্ত ও ভালোবাসার কবিতা নিয়ে উৎসব অঙ্গন মাতিয়ে রাখেন আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্র, মাহফুজুর রহমান, দিলরুবা খানম, সেলিম রেজা সাগর।