রাহুল পারভেজঃ বগুড়ার সান্তাহারে আগুনে ২টি কাপড়ের গোডাউন ভস্মীভূত হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি তিনমাথা এলাকায় এ ঘটনাটি ঘটে। আদমদীঘি ও নওগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা যায়, সান্তাহার পৌর শহর ঢাকাপট্টি এলাকার দীর্ঘদিন ধরে বেশকিছু কাপড় ব্যবসায়ীরা ব্যবসা করতেন। রাতে হঠাৎ করে কাপড়ের দুটি গোডাউনে শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুরতে থাকে। স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে আদমদীঘি ও নওগাঁ ফায়ার সার্ভিসে খবর দেয়। তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় রাহত বাবু নামের এক ব্যবসায়ীর ২০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
আদমদীঘি ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসি। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।