মাইন উদ্দিন উজ্জ্বলঃ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ ব্রীজ সংলগ্ন জয়বাংলা চত্তরের সামনে থেকে ০২ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
গত ১৮/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত ২১.৩০ ঘটিকার সময় এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র্যাবের একটি টহল দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ ব্রীজ সংলগ্ন জয়বাংলা চত্তরের সামনে থেকে আসামী ১। মোঃ রাজা (১৯), পিতা- মোঃ আশরাফ হোসেন, ২। মোঃ অন্তর (১৯), পিতা- মোঃ নেছার, সর্ব সাং- পাটগুদাম বিহারী ক্যাম্প, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে আটক করে।
তাদের হেফাজত হতে একটি ফোল্ডিং সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের ফোল্ডিং ক্ষুর ও দুইটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা ঘটনাস্থলে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতার প্রস্তুতি নিচ্ছিল। তারা দীর্ঘ দিন যাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় দস্যুতা করে আসছে। এসকল অপরাধীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।