তারিকুর রহমানঃ চুয়াডাঙ্গার জীবন নগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ মোঃসাইদুর রহমান ( ২২) নামের এক আসামী কে গ্রেফতার করেছে।বুধবার( ১৯শে মে)রাত সাড়ে দশটায় ১০বোতল ফেনসিডিল ও একটি পাখিভ্যানসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী জীবন নগর উপজেলার বাকাঁ গ্রামের স্কুল পাড়ার মোহামদ আলির ছেলে ।পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জীবন নগর থানার এস,আই মিজানুর রহমান সংগীয় অফিসার ফোর্স নিয়ে বুধবার রাতে জীবননগর থানার বাকাঁ প্রতাপপুুর মসজিদ সংলগ্ন ফকির চাঁদ মন্ডলের বাঁশ বাগানের পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান কালে একটি পাখি ভ্যান তল্লাশি করে ১০বোতল ভারতীয় ফেনসিডিল সহ একজন আসামি কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে জীবন নগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবন নগর থানার ওসি মোঃসাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।