জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পাবনা জেলাকে অবৈধ অস্ত্র এবং মাদক মুক্ত করার লক্ষ্যে ইং ১৯/০৫/২০২১ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনায় অভিযানে পাবনা সদর থানাধীন শালগাড়ীয়া রেলপাড়া হতে একজন অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ তিহাদ শেখ (২৫), সাং-শালগাড়িয়া রেলপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।
আসামিকে গ্রেফতার করে তাহার হেফাজত হইতে একটি বিদেশী রিভলবার। দুই রাউন্ড তাজা গুলি, একটি ধারালো টিপ চাকু, দুই টি চাইনিজ কুড়াল, উদ্ধার করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ, এই সংক্রান্তে পাবনা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য আসামী মোঃ তিহাদ শেখ এর বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে।