স্টাফ রিপোর্টার: বাংলাকে রাষ্ট্র ভাষা করার সংলাপ ১৯৪৮ সালে শুরু হলেও কিছুটা থেমে গেলেও আবার রুপ নেয় ১৯৫২ সালের ২১শে ফেব্রয়ারিতে-মিছিল, মিটিং বন্ধের জন্য আগের দিন ১৪৪ ধারা জারি করা ।সকাল থেকে ছাত্ররা সমবেত হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে— ১৪৪ ধারা অমান্য করে রাষ্ট্রভাষা বাংলার দাবী নিয়ে শ্লোগান দিতে থাকেন এবং একসময় পূর্ব বাংলা আইন পরিষদের অভিমুখে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে শহিদ হয় রফিক,জব্বার,বরকত,সালাম সহ নাম না জানা আরো অনেকে।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়।২২শে ফেব্রুয়ারি নানা বাধা উপেক্ষা করে ছাত্রদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষ আবারো রাজপথে নেমে আসেন।পরে রাষ্ট ভাষা বাংলা মেনে নিতে বাদ্ধ হয় তৎকালিন সরকার। পরে ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ইউনেস্ক ২১ শে ফেব্রয়ারিকে আন্তর্জাতীক মাতৃভাষা দিবষ হিসেবে ঘোষনা দেয়। প্রতি বছর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন রাষ্টপতি, প্রধান মন্ত্রী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপার্চায,মুক্তিযোদ্ধা,শিক্ষক সহ বাংলার সাধারণ মানুষ।