আবুবকর ছিদ্দিক : বান্দরবান রোয়াংছড়ি উপজেলা ২নং তারাছা ইউনিয়নে তালুকদার পাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে পরিদর্শন ও ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
২০ মে বৃহস্পতিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ উদ্যেগে ত্রান বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।এইসময় গ্রামটিকে পরিদর্শন করা হয়।
এইদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থে ৭০টি পরিবারে মাঝে এক বস্তা চাউল,১টি ঢেউ টিন,১টি কলসি, ১টি মগ, ১ লিটার সয়াবিন তেল, ১টি করে থামি ও লুঙ্গি, ১টি দা,১ টি বালতি সহ বিভিন্ন সামগ্রী সহ নগদ অর্থ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, সদস্য মোজ্জামেল হক বাহাদুর, সদস্য তিতিম্যা, পৌর প্যনেল মেয়র অজিত শেখর দাশ, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, রোয়াংছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ক্রানু চিং মারমা, শহর আওয়ামীলীগ সাধারন সম্পাদক শামসুল হক, বিভিন্ন অঙ্গসগঠনে বৃন্দ ও মিডিয়ার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সর্বসাধারণ উপস্তিত ছিলেন।
এইসময় বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, যেখানে কেউ নাই সেই খানে আমি আছি। জনগন কোন কিছু হলে সবাইকে এক সাথে এগিয়ে আসতে হবে। বলেন, রক্তের চেয়ে বেশি আবেগ র টান। সেই টান কারনে কারনে আজ জেলা পরিষদ,রেড ক্রিসেন্ট সোসাইটি সহ সবাই এগিয়ে এসেছে। আগামীতে সবাই এগিয়ে আসার আহব্বান জানান। পার্বত্য মন্ত্রী ক্ষতিগ্রস্থদের বলেন, গ্রামের মেশিন ও সড়ক নির্মান করা হবে । একে অপরকে সহযোগীতা হাত বাড়াতে হবে। তবে ক্ষতিগ্রস্থদেরকে ধীরে ধীরে গুছিয়ে নেওয়ার আহব্বান জানান