মায়ের দেওয়া রক্ষাকবচ
মাহাতাব হোসেন
মাতৃভাষা বাংলা হলো শিক্ষা দিলেন মা ।
যেই ভাষা নিয়ে ষড়যন্ত্র হলো।
রক্ত দিলো কারা?
রাস্ত মাঝে মিছিল দিলো ভাষা নিয়ে তারা।
অনেক ভাই জীবন হারালো ভাষা নিয়ে তারা।
তার পরেও মায়ের ভাষা বাংলা আছে বাংলা থাকবে।
ভাষা নিয়ে চলবে না কোনো রাজনীতি!
তারা চালাতে চেয়া ছিলো উদ্র ভাষাযর রাজনৈতিক চাল।
আজকে তারা ভাষা নেবে কালকে নেবে দেশ।
তখনি রাস্তায় মাঝে নামলো আমা ভাই রা ।
তারা বজ্রকন্ঠে ডাক দিয়ে ওঠে।
জীবন দিয়ে রক্ষা করব আমার মাতৃভাষা ।
তখনি কিছু পাকিস্তানি সেনারা করিলো গুল্লী।
রাস্তার ভিতর এতো রক্ত ,এতো রক্ত।
কত মায়ের সন্তান হারালো বাংলার ভাষার জন্য।
তার বিনিময় আজ পেলাম।
মায়ের দেওয়া বাংলা ভাষা।