শুক্রবার , ২১ মে ২০২১ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সিরাজদিখানে অবৈধ ড্রেজিংয়ের খাদের পানিতে পরে শিশুর মৃত্যু!

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২১, ২০২১ ১২:৪১ অপরাহ্ণ

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে দাদার বাড়ীতে বেড়াতে এসে অবৈধ ড্রেজিংয়ের খাদের পানিতে পরে আবির নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া গ্রাম সংলগ্ন ইছামতী নদীর পাড়ে এ ঘটনা ঘটে। সে ঢাকাস্থ কেরানীগঞ্জের গেন্ডারিয়া ৭ নং ওয়ার্ডের বাসিন্দা রিপন শেখের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানান, গত রবিবার ঢাকা থেকে দাদার বাড়ী উপজেলার তেলিয়াপাড়া গ্রামে বেড়াতে আসে আবির ও তার পরিবার।

বৃহস্পতিবার দুপুর অনুমান সাড়ে ১২ টার দিকে আবির ও তার আপন ভাইসহ ৪-৫ জন তেলিপাড়া গ্রাম সংলগ্ন ইছামতী নদীতে গোসল করার জন্য যায়। আবির শহরে বসবাস করায় কোন কিছু না বুঝেই সে নদী সংলগ্ন চলমান ড্রেজারের খাদের পানিতে নেমে পরে এবং এক পর্যায়ে গভীর পানিতে ডুবে যায়৷ আবিরের বড় ভাই তার ছোট ভাইকে খাদের পানিতে ডুবে যেতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয় এবং পরিবারের লোক এসে ড্রেজারটি বন্ধ করতে বলে কিন্তু ড্রেজারটি বন্ধ না করায় তাৎক্ষণিক আবিরকে পানি থেকে উপরে তোলা সম্ভব হয়নি। এরপর এলাকাবাসীর হস্তক্ষেপে ড্রেজারটি বন্ধ করে আবিরকে পানি থেকে উদ্ধার করে টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষনা করেন।

ওইদিন সন্ধ্যায় নিহতের লাশ স্থানীয় মালপদিয়া কবরস্থানে তাড়াহুড়ো করে দাফন সম্পন্ন করা হয়। এমনটাই জানান সজন ও স্থানীয়রা। শিশুর দাফন সম্পন্ন করার পর খবর পেয়ে সিরাজদিখান থানার এস,আই মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, অবৈধ ওই ড্রেজারটির মালিক মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের বাসিন্দা মঞ্জু মিয়ার ছেলে মোঃ মকবুল (৪৬)। সে দীর্ঘদিন ধরে তেলিয়াপাড়া গ্রাম সংলগ্ন ইছামতী নদীর পাড়ে প্রশাসনের চোখ ফাকি দিয়ে অবৈধ ভাবে ড্রেজিং করে মাটি বিক্রি করে আসছিলেন। নিহত আবিরের চাচী রোজিনা বেগম বলেন, আমার ভাতিজা পরে যাওয়ার পর ড্রেজার থামাতে বললেও তারা ড্রেজার থামায় নি। ড্রেজারের কারণে আমার ভাতিজা মারা গেছে। আমরা এর বিচার চাই।

আবির মা নুপুর বেগম বলেন, ড্রেজারের কারণে আমার ছেলে মারা গেছে। আমি এর বিচার চাই। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ করিম শেখ মুঠোফোনে বলেন, শাহাবুদ্দিন মেম্বার বিষয়টি আমাকে জানায়। পানিতে পরে একটি শিশু মারা গেছে। এ ব্যপারে ড্রেজার মালিক মোঃ মকবুল বলেন, আমি প্রথমে বাচ্চাটিকে পানিতে পরতে দেখি নাই। পরে দেখে সাথে সাথে ড্রেজার বন্ধ করি। এর পর বাচ্চাটি মরা অবস্থায় পানি থেকে উঠানো হয়। সিরাজদিখান থানার এস, আই মামুন জানান, সাতার না জানায় ড্রেজারের খাদে পরার পর শ্রোতের কারণে ডুবে গিয়ে ছেলেটি নদীর মাঝে চলে যায়। অনেক খোজাখুজির পর মৃত অবস্থায় ছেলেটিকে উদ্ধার করা হয়। এ ব্যপারে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। ছেলের বাবা তার ছেলে পানিতে পরে স্বাভাবিক মৃত্য হয়েছে মর্মে থানায় না দাবী দিয়ে গেছেন।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগর হরিণের মাথা, পা ও ফাঁসের দড়ি সহ দুই শিকারীকে আটক

বদলগাছীতে গলায় ফাঁস ও বিষাক্ত গ‍্যাস ট‍্যাবলেট খেয়ে ২ যুবকের আত্মহত্যা

নাটোর ও সিংড়া পৌর এলাকায় লকডাউন আরো সাত দিন 

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু 

রামগড়ে ২৫০ জন কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ!

বিদ‍্যালয়ে চুরি ঘটনা ধামাচাপা দিতে ব‍্যস্ত প্রধান শিক্ষক সহ ম‍্যানেজিং কমিটি

গুরুদাসপুরে বিএনপি নেতা আজিজকে হত্যা চেষ্টা

চৌদ্দগ্রামে রেষ্টুরেন্টে হামলা, যুব অধিকার পরিষদের ৫ সদস্য গ্রেফতার 

বিএনপির সাংগঠনিক সম্পাদক অমিতের বাড়িতে ককটেল হামলা

ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আমির হোসন মালিতার দাফন সম্পন

Design and Developed by BY REHOST BD