আলমগীর কবির পল্লব :গতকাল ২০শে মে সন্ধায় পাবনা আমিনপুর মাষ্টিয়ায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে ।ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নিহত ব্যক্তির নাম মোঃ মন্টু শেখ (৫৫), পিতা মৃত সোহরাব শেখ, সাং টাংবাড়ী ( মধ্যপাড়া ) থানা আমিনপুর, জেলা পাবনা ।সে পেশায় একজন ভ্যান চালক ছিলেন ।এলাকাবাসীর প্রাথমিক ধারণা, নিহত মন্টুর ভ্যান গাড়ীটি ছিনতাই করতেআসা ছিনতাইকারীদের চিনতে পাড়ায় হয়তো বা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে ।
তবে পুলিশ বলছেন, এ হত্যার কারণ সঠিক তদন্ত সাপেক্ষে বের করতেআমরা অভিযান অব্যাহত রেখেছি । ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সুজানগর বেড়ার সার্কেল অফিসার মোঃ ফরহাদ হোসেন, আমিনপুর থানার অফিসার ইনচার্য মোঃ রওশন আলী, আমিনপুর থানার ওসি তদন্ত মোঃ তানভীর আহম্মেদ সবুজ, আমিনপুর থানার সেকেন্ড অফিসার মোঃ শফিকুল আলমসহ থানার অন্যান্য অফিসারবৃন্দ ।নিহত ব্যক্তির ছেলে আশরাফুল বলেন, প্রতিদিনের মত গতকালও আমার বাবা এলাকার বিভিন্ন স্থানে ভ্যান গাড়ী চালাচ্ছিলেন, হঠাৎ একজন সন্ধার পর বাবার ফোন থেকে আমাকে ফোন করে বলেন, আপনার বাবা কোথায় ? উত্তরে বলি উনি তো বাড়ীতেই আছেন ।
সে বাবার সাথে কথা বলতে চাইলে আমি পরে দেখি বাবা বাড়ীতে নেই । শুনলাম সে প্রতিদিনের মত ভ্যান চালাতে গিয়েছে । ফোন করা সেই ব্যক্তির মাধ্যমে শুনলান আমার বাবাকে কারা যেন হত্যা করে মাষ্টিয়া ব্রীজের পাশে ফেলে রেখে গিয়েছে । সাথে সাথে আমরা সেখানে ছুটে যাই । হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমিনপুর থানার অফিসার ইনচার্য মোঃ রওশন আলী সাংবাদিকদের জানান, হত্যার কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে । এই মর্মে মৃত্যু মন্টু শেখের ছেলে বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে । আসামীদের সনাক্ত করে অবিলম্বে গ্রফতার করা হবে ।